রেমিট্যান্স আয় কমেছে প্রায় ১৩ শতাংশ

191
রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা

 

নিউজ ডেস্ক : টানা তিন মাস ঊর্ধ্বমুখী থাকার পর আবারও ভাটা পড়েছে রেমিট্যান্স প্রবাহে। বিদায়ী মে মাসে ১৮৮ কোটি ৫৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে দেশে। গত বছরের মে মাসে আয় এসেছিল ২১৭ কোটি ডলার। ফলে প্রবাসী আয় কমেছে প্রায় ১৩ শতাংশ।

 

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আগের মাস এপ্রিলের চেয়ে আয় কমেছে ১২ কোটি ৫৫ লাখ ডলার। এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার।

 

খোলাবাজারে এখন ডলার বিক্রি হচ্ছে ৯৬ থেকে ৯৭ টাকায়। অন্যদিকে ৮৯ টাকা ৮০ পয়সা দর দিচ্ছে ব্যাংকগুলো। এতে বৈধ পথে প্রবাসী আয় আসা কমে গেছে।