ম্যান্ডেলার প্রিজন সেলের চাবির অকশনের নিন্দা দ. আফ্রিকার

123
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় বীর নেলসন ম্যান্ডেলাকে বন্দি রাখা প্রিজন সেলের চাবি অকশনের পরিকল্পনার শুক্রবার কঠোর নিন্দা জানিয়েছে দেশটি। রোব্বান দ্বীপে অবস্থিত এ সেলের চাবি হচ্ছে ব্রিটিশ অকশন হাউস গুয়ার্নসির আগামী ২৮ জানুয়ারির অকশনের প্রধান আকর্ষনীয় আইটেম।

 

ক্রীড়া, কলা ও সাংস্কৃতিক মন্ত্রী নাথি মথাথওয়া বলেন, ‘দক্ষিণ আফ্রিকার সরকার, দক্ষিণ আফ্রিকার হেরিটেজ ও রোব্বান দ্বীপ জাদুঘর কর্তৃপক্ষের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই চাবিটি অকশনের বিবেচনা করার ক্ষেত্রে এটি হচ্ছে গুয়ার্নসির জন্য রহস্যজনক।’

 

ম্যান্ডেলার সাবেক প্রিজন গার্ড ক্রিসতো ব্র্যান্ড হচ্ছেন এ চাবির বিক্রেতা। মথাথওয়া বলেন, ‘রোব্বান দ্বীপ জাদুঘর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় সেবার আওতায় এ চাবির মালিক দক্ষিণ আফ্রিকার জনগণ। কোন ব্যক্তি এককভাবে এ চাবির মালিক হতে পারে না।’ ‘চাবিটিকে অবশ্যই দ্রুত এর আসল মালিকদের হাতে ফেরত দিতে হবে।’

 

ম্যান্ডেলা জাতিবিদ্বেষ বিরোধী ছিলেন। তিনি ২০১৩ সালের ডিসেম্বরে ৯৫ বছর বয়সে মারা যান।
তিনি ১৯৯৪ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং ১৯৯৯ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন।