জেনিথ লাইফের বনি আমিন এজেন্সী অফিস -এ অনলাইন রশিদ -এর শুভ উদ্বোধন

135
bankima.net

 

নিউজ ডেস্ক : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড -এর বনি আমিন এজেন্সী অফিসের অনলাইন পি.আর (প্রিমিয়াম রিসিট) -এর শুভ উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত হবে।

 

আজ জেনিথ লাইফ ইন্স্যুরেন্স -এর মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন পি.আর ইস্যু কার্যক্রমের উদ্বোধন করেন।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উন্নয়ন) মোঃ সাইফুল ইসলাম।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনিথ লাইফ ইন্স্যুরেন্স -এর ডিজিএম (উন্নয়ন) বনি আমিন হাওলাদার। অনুষ্ঠানে বনি আমিন এজেন্সী অফিসের প্রায় পঞ্চাশ জন উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।