ইউরোপকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে ন্যাটো

110
bankbima.net

 

নিউজ ডেস্কঃ ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেয়াকে কেন্দ্র করে রাশিয়ার সাথে চলছে হুমকি-ধামকি; আর কথার লড়াই। নিজেদের পার্লামেন্টে অনুমোদনের পর আগামী সপ্তাহে ন্যাটোর সদস্য পদের জন্য আবেদন করবে ফিনল্যান্ড।

 

আর তাদের স্বাগত জানাতে প্রস্তুত সামরিক জোটটিও। ফিনল্যান্ডের এমন পদক্ষেপে ইউরোপে নতুন করে সংঘাত ছড়িয়ে পরার শঙ্কা দেখা দিয়েছে। ফিনল্যান্ডের সাথে রাশিয়ার দেড় হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে।

 

ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়টি নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে রাশিয়া। সব কিছু ঠিকঠাক থাকরে আগামী সপ্তাহে-ই ন্যাটো’র সদস্য পদের জন্য আবেদন করবে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের এই আবেদনের বিষয়ে জোর আপত্তি রয়েছে রাশিয়ার, অপরদিকে ফিনল্যান্ড ন্যাটো’র সদস্য পদ পেতে অনড়।