শীঘ্রই পুজিবাজারে আসছে ট্রাষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

188

নিজস্ব প্রতিবেদক : ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বুধবার (২৫ জানুয়ারী) অনুষ্ঠিত বিএসইসি’র ৮৫৩তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

 

বিএসইসি সূত্রে জানা গেছে, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে সর্বমোট ১৬ কোটি টাকা উত্তোলন করবে। এর জন্য ১০ টাকা করে কোম্পানিটি ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলন করা অর্থ দিয়ে কোম্পানিটি সরকারী ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড কোন প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না বলে শর্ত জুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

 

লাইফ বীমা খাতের এই কোম্পানীর ৩০ জুন ২০২২ তারিখের একচ্যুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী মোট উদ্বৃত্ত ৭৩ লাখ ২০ হাজার টাকা। কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

Related Post:
প্রাইম ইসলামী লাইফের নতুন সিইও সামছুল আলম
ফারইস্ট লাইফের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, চেয়ারম্যান শেখ কবির হোসেন
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নবগঠিত পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত