কামরুল হাসান ও নজরুল ইসলাম-কে আইডিআরএ’র সদস্য হিসেবে নিয়োগ

140
bankbima.net

 

নিউজ ডেস্ক : বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান ও সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলাম -কে নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আজ বৃহস্পতিবার (২৩ জুন) এ সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারী করা হয়।

 

দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সদস্য (লাইফ) পদটি প্রায় দুই বছর এবং সদস্য (নন-লাইফ) পদটি পাঁচ বছরের বেশি সময় ধরে খালি ছিল। সবশেষ গেলো বছরের ২২ নভেম্বর এসব পদে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

 

আইডিআরএ’র সদস্য হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এই নিয়োগ দেয়া হয়েছে।