জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স -এর ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ অনুষ্ঠিত

138
bankbima.net

 

নিউজ ডেস্ক : আজ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড -এর ম্যানেজার কনফারেন্স ও লিডারশীপ প্রশিক্ষণ ঢাকার ইআরএফ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমীর পরিচালক এস এম ইব্রাহিম হোসাইন, এসিআইআই। অনুষ্ঠানে সংগঠন প্রধানগণ ছাড়াও বিভিন্ন পর্যায়ের প্রায় সত্তর জন উর্ধ্বতন কর্মকতা অংশগ্রহণ করেন।

 

সভায় প্রধান অতিথি সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে স্ব স্ব লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশ প্রদান করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।