নিউজ ডেস্কঃ এখন থেকে মোবাইলফোন পরিবর্তন করলে বা হারিয়ে গেলে সিমের তথ্য মুছে যাওয়ার ঝুঁকি নেই গ্রাহকদের। এমন সুবিধা নিয়ে প্রথমবারের মতো ই-সিম প্রযুক্তি চালু করেছে গ্রামীণফোন। ই-সিমের ক্ষেত্রে করসহ নতুন সংযোগের দাম ২০০ টাকা নির্ধারন করেছে এনবিআর।
তবে এই প্রযুক্তি গ্রাকদের জন্য সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাষ্টিক সিম থেকে ই-সিম পরিবর্তন খরচ পরবে দুইশত টাকা আর ই-সিম থেকে ই-সিম পরিবর্তন খরচ পরবে নিরানব্বই টাকা।