এখন থেকে সিমের তথ্য মুছে যাওয়ার ঝুঁকি নেই গ্রাহকদের

231
bankbima.net

 

নিউজ ডেস্কঃ এখন থেকে মোবাইলফোন পরিবর্তন করলে বা হারিয়ে গেলে সিমের তথ্য মুছে যাওয়ার ঝুঁকি নেই গ্রাহকদের। এমন সুবিধা নিয়ে প্রথমবারের মতো ই-সিম প্রযুক্তি চালু করেছে গ্রামীণফোন। ই-সিমের ক্ষেত্রে করসহ নতুন সংযোগের দাম ২০০ টাকা নির্ধারন করেছে এনবিআর।

 

তবে এই প্রযুক্তি গ্রাকদের জন্য সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাষ্টিক সিম থেকে ই-সিম পরিবর্তন খরচ পরবে দুইশত টাকা আর ই-সিম থেকে ই-সিম পরিবর্তন খরচ পরবে নিরানব্বই টাকা।