জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোট দিলো বাংলাদেশসহ ১৪০ দেশ

120
bankbima.net

 

নিউজ ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সৃষ্ট মানব সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবারের এ ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।

 

ইউক্রেনের পক্ষ থেকে অধিবেশনে উত্থাপন করা হয় প্রস্তাবটি। যেখানে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে বাংলদেশ সহ ১৪০ সদস্য দেশ ভোট দেয়।

 

পক্ষে ভোট দিয়েছে মধ্যপ্রাচ্যের আলোচিত দুই মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। চীন, পাকিস্তান, ভারতসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল। এর আগে গেল ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। সেসময় প্রস্তাবের পক্ষে ভোট ছিল ১৪১টি দেশের। তবে সেসময় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।