ক্রেডিট কার্ড সক্রিয় না হওয়া পর্যন্ত বা লেনদেন না হলে চার্জ আরোপ করা যাবে নাঃ কেন্দ্রীয় ব্যাংক

134
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ ক্রেডিট কার্ড সক্রিয় না হওয়া পর্যন্ত বা লেনদেন না হলে কোন ধরনের ফি বা চার্জ আরোপ করা যাবে না বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (১৫-০২-২০২২ ইং) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

 

এতে বলা হয়, ক্রেডিট কার্ড চালুর আগেই অনেক গ্রাহকদের কাছ থেকে ফি বা চার্জ আদায় করছে। আবার এসব ফি বা চার্জ আদায় না হওয়ায় গ্রাহকদের খেলাপী হিসাবে গন্য করছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের উপর কোনো চার্জ বা মাশুল আদায় না করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে গ্রাহেকদের এ জাতীয় পাওনার বিষয়ে যাদের খেলাপী হিসাবে গন্য করা হয়েছে তাদের তথ্য নিয়মিত গ্রাহক হিসাবে হালনাগাদ করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।