৩১ হাজার কোটি টাকার চোরাই বিটকয়েন উদ্ধার যুক্তরাষ্ট্রে

133
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ ৩১ হাজার কোটি টাকা মূল্যের চোরাই বিটকয়েন উদ্ধার হলো যুক্তরাষ্ট্রে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক দম্পতিকে। তাদের বিরুদ্ধে চুরি যাওয়া বিটকয়েন লন্ডারিংয়ের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস।

 

২০১৬ সালে ক্রিপ্টোকারেন্সী মাইনিং প্রতিষ্ঠান বিটফিন এর হ্যাকের ঘটনা সাড়া ফেলেছিলো সারা বিশ্বে। ক্রিপ্টোকারেন্সীর ইতিহাসে এটা ছিলো সবচেয়ে বড় চুরির ঘটনা। সেসময় একাত্তর হাজার ডলার মূল্যের প্রায় এক লক্ষ উনিশ হাজার সাতশত চুয়ান্নটি বিটকয়েন চুরির ঘটনা ঘটে। যার বর্তমান বাজার মূল্য প্রায় একত্রিশ হাজার কোটি টাকা।

 

এক দম্পতির মানি লন্ডারিং এর তদন্ত করতে যেয়ে হদিস মিললো এই অর্থ লেনদেনের। স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটেন থেকে আটক করা হয় চৌত্রিশ বছর বয়সী ইলিয়ন স্টাইন এবং তার স্ত্রী একত্রিশ বছর বয়সী হিদার মর্গানকে।

 

জানা গেছে, তারা দু’জন ই রাশিয়ান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ বিশ বছরের জেল হতে পারে পারে এই দম্পতির।