নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারালেন বালতি

129
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ আফগান সীমান্তবর্তী এলাকায় চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারালেন, তেহরিক-ই-তালেবান-পাকিস্তান-টিটিপি’র শীর্ষ নেতা, মুফতি খালিদ বালতি। মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

 

তারা জানায়, টিটিপি’র সাবেক মুখপাত্র ছিলেন ঐ নেতা, যাকে মুহাম্মদ খোরাসানি হিসেবেও চেনেন অনেকে। গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গারহার প্রদেশে চালানো হয় অভিযান। এসময় নিরাপত্তা সদস্যদের সাথে গুলি বিনিময় হয় সশস্ত্র বাহিনীর। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান এ তালেবান নেতা বালতি।

 

টিটিপি’র পক্ষ হতে এক বিবৃতিতে জানানো হয়, আদৌ খালিদকে হত্যা করা হয়েছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। গণমাধ্যমের তথ্য অনুসারে ২০১৪ সালেই তিনি ক্ষমতা হস্তান্তর করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো চল্লিশ বছর।