৫ লাখ টাকায় নির্বাচনে জিতিয়ে দেয়ার আশ্বাস!

116
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ রংপুরে মিঠাপুকুর উপজেলা নির্বাচন অফিসারের সাথে এক মেম্বার প্রার্থীর কথোপকথনের অডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেখানে ওই প্রার্থীকে ৫ লাখ টাকার বিনিময়ে জিতিয়ে দেয়ার চুক্তি করছেন তিনি। ১৩ মিনিটের ঐ অডিও ক্লিপে বালারহাট ইউপি’র মেম্বারপ্রার্থী রফিকুল ইসলামের সাথে একজনের কথোপকথনে শোনা যায় তাকে নির্বাচনে জিতিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন টাকার বিনিময়ে।

 

রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দুই দফায় সাড়ে চার লাখ টাকা দিয়েছেন ওই নির্বাচন কর্মকর্তাকে। যদিও নির্বাচন কর্মকর্তার দাবি সবই ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

 

উল্লেখ্য, সাত ফেব্রুয়ারী মিঠাপুকুর উপজেলার ১৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৭ম ধাপের এই ভোটের আগে রেকর্ড করা একটি কথোপকথনকে ঘিরে উত্তেজনা উত্তরের এই জনপদে। এমন অভিযোগ ওঠার পর রিটার্নিং অফিসারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জেলা নির্বাচন কমিশন।