প্রোটেক্টিভ ইসলামী লাইফ (মেট্রো)-এর বি.বাড়ীয় সেলস অফিসের উদ্বোধন

244
protective_islami_life

নিউজ ডেস্কঃ অদ্য (সোমবার) ২০/০৯/২০২২ তারিখ প্রোটেক্টিভ ইসলামী লাইফ-এর প্রোটেক্টিভ মেট্রো, -এর ব্রাম্মনবাড়ীয়া এজেন্সী অফিসের উদ্বোধন করা হয়। সেলস অফিসের উদ্বোধন করেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মোঃ শফিকুল ইসলাম শাওন এবং কোম্পানীর প্রধান কার্যালয়ের উন্নয়ন প্রশাসন ইনচার্জ মোঃ মিজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মূখ্য নির্বাহী কর্মকর্তা ডা. কিশোর বিশ্বাস বলেন, প্রত্যেক উন্নয়ন কর্মকর্তাকে তাদের স্ব স্ব লক্ষ্য পূরনে সচেষ্ট হতে হবে।

 

 অনুষ্ঠানে প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর এজেন্সী পরিচালক শামীম পারভেজ।