বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলো মার্কেন্টাইল ইসলামী লাইফ

135
bankbima.net

 

নিউজ ডেস্ক : সম্প্রতি সিলেট- সুনামগঞ্জ অঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দেশের ৪র্থ প্রজন্মের উদীয়মান ইসলামী জীবন বীমা কোম্পানী মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

 

গত ১ জুলাই থেকে ০৩ জুলাই ২০২২ ইং মোট ০৩ দিন সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের দূর্গম হাওড় ও ক্ষতিগ্রস্থ এলাকায় এসকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন স্বশরীরে দূর্গম এরিয়াগুলোতে কখনো ট্রলার যোগে, কখনো পায়ে হেঁটে অসহায় বানভাসি মানুষের মাঝে খাদ্য বিতরণ করেন।

 

এসময় মূখ্য নির্বাহী কর্মকর্তার সাথে ছিলেন কোম্পানীর প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুর রশিদ। আরও উপস্থিত ছিলেন কোম্পানির এএমডি ও ইস্টার্ন রিজিওন ইনচার্জ মোহাম্মদ মীর হোসেন ও সিলেট ডিভিশন ইনচার্জ, এসইভিপি মোঃ সেকুল ইসলাম সরদার এবং বীমা কোম্পানীর স্থানীয় উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।

 

কোম্পানীর পক্ষ থেকে প্রায় ১০০০ এর অধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।