প্রাইম ইসলামী লাইফের সিইও হিসেবে সামছুল আলম-এর যোগদান

155

নিউজ ডেস্ক : পুঁজিবাজারভুক্ত প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেছেন মো. সামছুল আলম। সোমবার (২৩ জানুয়ারী) আনুষ্ঠানিকভাবে তিনি প্রতিষ্ঠানটিতে কার্যক্রম শুরু করেন।

সামছুল আলম ইতোপূর্বে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও পদে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালের ১১ মে তিনি ওই প্রতিষ্ঠানে যোগদান করেন। এরও আগে ২০১৬ সাল থেকে তিনি সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সে সিইও’র দায়িত্বে পালন করেছেন। এছাড়া ইতোপূর্বে রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

 

সামছুল আলম ১৯৬৮ সালে লক্ষ্মীপুর জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম ডিগ্রি অর্জন করেছেন। তার পিতা এটিএম সাইফুল ইসলামও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

Related Post: