‘টিকা বাধ্যতামূলক করার বিষয়ে চিন্তাভাবনার সময় এসেছে’

119
bankbima.xyz

 

নিজস্ব প্রতিবেদকঃ করোনা প্রতিরোধে টিকা বাধ্যতামূলক করার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের চিন্তাভাবনা করার সময় এসেছে। ইউরোপীয় কমিশন প্রধান উরসালা ভন দার লিয়েন বুধবার এ কথা বলেন। এ সময়ে তিনি সদস্যভুক্ত রাষ্ট্রের সরকারগুলোর প্রতি এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি মনে করি এটি এখন বোধগম্য এবং এ বিষয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।

 

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আমরা কিভাবে টিকা বাধ্যতামূলকের বিষয়ে উৎসাহিত এবং চিন্তাাভাবনা করতে পারি এ বিষয়ে আলোচনা প্রয়োজন। প্রয়োজন অভিন্ন উপায় গ্রহণ।