জেনিথ লাইফের কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

238

নিউজ ডেস্ক : ৪র্থ প্রজন্মের লাইফ বীমা খাতের প্রতিষ্ঠান জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ ও মাসিক ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর পল্টন টাওয়ারের ইআরএফ মিলনায়তনে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার ট্রেইনার ইন করপোরেট ফাউন্ডার এন্ড বিডিও (সেলফ মেড বাংলাদেশ) ফখরুদ্দিন আসিফ।

আরো উপস্থিত ছিলেন কোম্পানির সকল সংগঠন প্রধান, প্রধান কার্যালয়ের প্রশিক্ষক ও ইভিপি মজিবুল মাওলা লিটনসহ সমগ্র বাংলাদেশ থেকে বাছাইকৃত প্রায় ২ শতাধিক উন্নয়ন কর্মকর্তা।

 

সভার সভাপতিত্ব করেন ইনচার্জ ও ভিপি (উন্নয়ন প্রশাসন) মোহাম্মদ নিজাম উদ্দিন। সভা শেষে প্রধান অতিথি সফল উন্নয়ন কর্মকর্তাদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

Related Post:
জেনিথ লাইফের বাড্ডা সার্ভিস সেন্টারে বর্ষ সমাপনী উন্নয়ন সভা
জেনিথ লাইফের জাফর এজেন্সিতে পুরস্কার বিতরন ও উন্নয়ন সভা
জেনিথ ইসলামী লাইফের ঈদ পুনর্মিলনী ও উন্নয়ন সভা অনুষ্ঠিত