নিউজ ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসনের জেরে সৃষ্ট মানব সংকট নিরসনে অবিলম্বে ব্যবস্থা নিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব আনা হয়েছে। বৃহস্পতিবারের এ ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ।
ইউক্রেনের পক্ষ থেকে অধিবেশনে উত্থাপন করা হয় প্রস্তাবটি। যেখানে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তার সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে। এ ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে বাংলদেশ সহ ১৪০ সদস্য দেশ ভোট দেয়।
পক্ষে ভোট দিয়েছে মধ্যপ্রাচ্যের আলোচিত দুই মার্কিন মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া, বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া ও সিরিয়া। চীন, পাকিস্তান, ভারতসহ ৩৮টি দেশ ভোটদানে বিরত ছিল। এর আগে গেল ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়। সেসময় প্রস্তাবের পক্ষে ভোট ছিল ১৪১টি দেশের। তবে সেসময় ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।