লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে শূন্যরেখায় কাঁটাতারের বেড়া ও লাইটপোস্ট স্থাপনে বাধা পেয়ে পিছু হটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তীব্র প্রতিবাদের মুখে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, দহগ্রাম ইউনিয়নের ডিএএমপি ৮/৫১-এস নম্বর সীমান্ত পিলারের কাছে বিএসএফের ৬ ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের সদস্যদের সহায়তায় ১৫-২০ জন ভারতীয় নাগরিক আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি দিয়ে লাইটপোস্ট স্থাপনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ বন্ধ করতে বলে।
এরপরও বিএসএফের সদস্যরা শ্রমিকদের নিয়ে কাজ চালিয়ে যেতে থাকলে বিজিবির সদস্যরা তীব্র প্রতিবাদ জানিয়ে আবারও কাজে বাধা দেয়। পরে বিএসএফ সদস্যরা নির্মাণকাজ বন্ধ রেখে তাদের মালামাল ১৫০ গজ ভেতরে সরিয়ে নিয়ে যায়।
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার মো. জামিল হোসেন বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের ঘটনায় তাৎক্ষণিক মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল বাড়ানো হয়েছে।
বুধবার বিজিবির রংপুর-৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম আলদীন বলেন, সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। এ বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি পাঠানোর প্রক্রিয়া চলছে। বিএসএফ কোনো ধরনের আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করলে বিজিবি তার উপযুক্ত জবাব দেবে। বিজিবির ডিজি পর্যায় থেকে এ ধরনের নির্দেশনা রয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে সীমান্ত আইন রক্ষায় বিজিবি কঠোর অবস্থান নেবে।