নিউজ ডেস্ক : বুধবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় শেষ কর্ম দিবসে ব্যাংকের শাখায় তেমন ভিড় নেই গ্রাহকদের। টাকা উঠানো কিংবা জমা দেওয়ায় বিড়ম্বনা না থাকায় সন্তুষ্ট সেবা প্রত্যাশীরাও। এবার নির্বাহী আদেশে ১ দিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। এতে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকছে ৬ দিন। শেষ কর্মদিবস থাকায় জরুরী প্রয়োজনে টাকা তুলছেন অনেকেই; আবার দিচ্ছেন জমাও কেউ কেউ।
ছুটির সময় ব্যাংকের শাখা বন্ধ থাকলেও, এটিএম বুথ থেকে সার্বক্ষণিক টাকা উত্তোলন করা যাবে। ২১ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংকের শাখা।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজানের মধ্যে অনেকেই তাদের প্রয়োজনীয় সেবা নিয়েছেন। তাই শেষ কর্মদিবসে তেমন ভিড় নেই শাখাগুলোতে। এছাড়া শিল্পাঞ্চলে কর্মচারীদের বেতন-বোনাস দেয়ার জন্য সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলোর শাখা খোলা থাকবে ২১ তারিখ পর্যন্ত।
Related Post:
ব্যাংকে ১০ লাখ পর্যন্ত টাকা রাখলে উৎস জানাতে হবে না
বিএইচবিএফসির পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করা হবে : অর্থমন্ত্রী