ই-সিম : এখন থেকে সিমের তথ্য মুছে যাওয়ার ঝুঁকি নেই গ্রাহকদের

312
ই-সিম

নিউজ ডেস্কঃ এখন থেকে মোবাইলফোন পরিবর্তন করলে বা হারিয়ে গেলে সিমের তথ্য মুছে যাওয়ার ঝুঁকি নেই ই-সিম গ্রাহকদের। এমন সুবিধা নিয়ে প্রথমবারের মতো ই-সিম প্রযুক্তি চালু করেছে গ্রামীণফোন। এই সিমের ক্ষেত্রে করসহ নতুন সংযোগের দাম ২০০ টাকা নির্ধারন করেছে এনবিআর।

 

তবে এই প্রযুক্তি গ্রাকদের জন্য সহজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। প্লাষ্টিক সিম থেকে এই সিম পরিবর্তন খরচ পরবে দুইশত টাকা আর এই সিম থেকে এই সিম পরিবর্তন খরচ পরবে নিরানব্বই টাকা।

ই-সিম (eSIM) কী?
ই-সিম (eSIM) হলো “এম্বেডেড সিম” বা Embedded SIM, যা একটি ডিজিটাল সিম প্রযুক্তি। এটি একটি ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই মোবাইল নেটওয়ার্কে সংযোগ স্থাপন করতে সক্ষম করে।

এই-সিমের সুবিধা:

ফিজিক্যাল সিম লাগবে না – সরাসরি ফোনের চিপে সংযুক্ত থাকে।
একাধিক নম্বর ব্যবহার করা যায় – একই ফোনে একাধিক ই-সিম প্রোফাইল রাখা সম্ভব।
নেটওয়ার্ক পরিবর্তন সহজ – অপারেটর পরিবর্তন করতে নতুন সিম কার্ডের ঝামেলা নেই।
ভ্রমণের জন্য আদর্শ – বিদেশে গেলে লোকাল এই সিম ব্যবহার করা যায়, যা রোমিং খরচ কমায়।
নিরাপদ ও পরিবেশবান্ধব – হারানোর ভয় নেই এবং প্লাস্টিকের সিম কার্ড ব্যবহারের প্রয়োজন পড়ে না।

কোন কোন ফোনে এই-সিম সাপোর্ট করে?

Apple: iPhone 11 সিরিজ থেকে নতুন মডেলগুলো (iPhone 15 পর্যন্ত)
Samsung: Galaxy S20, S21, S22, S23 সিরিজ, Z Fold, Z Flip
Google: Pixel 3 থেকে নতুন মডেলগুলো
অন্যান্য: কিছু Huawei, Motorola ও Oppo মডেল

বাংলাদেশে এই-সিম কোথায় পাওয়া যায়?

বাংলাদেশে Grameenphone, Robi, Banglalink এই-সিম সেবা দিচ্ছে। অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে বা তাদের অ্যাপের মাধ্যমে এই-সিম সংগ্রহ করা যায়।