আর্থিক সেবাদানকারী এমএফএস-এ সরাসরি রেমিটেন্স আসবে

152
bankbima.net

নিউজ ডেস্ক : প্রবাসীরা এখন থেকে তাদের আয় বা রেমিটেন্স দেশে পাঠানোর জন্য বিকাশ, রকেট, উপায়ের মতো মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারবেন। এ সংক্রান্ত ২৯ নভেম্বর, মঙ্গলবার একটি সার্কুলার জারী করেছে বাংলাদেশ ব্যাংক।

 

যেসব এমএফএস প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স আছে কেবল তারাই এ সেবা দিতে পারবেন প্রবাসীদের। এতে দেশে দ্রুত রেমিটেন্স পাঠাতে পারবেন প্রবাসীরা। আগে বিদেশী কোনো ব্যাংকের মাধ্যমে টাকা এনে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হতো। এখন থেকে সরাসরি রেমিটেন্স আনতে পারবে এমএফএস প্রতিষ্ঠানগুলো।

 

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে,  বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত এমএফএস প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয় পাঠানোর ক্ষেত্রে বিদেশস্থ অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, ব্যাংক, ডিজিটাল ওয়ালেট, কার্ড স্কিম ও এগ্রিগেটর পেমেন্ট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানকে ব্যবহার করতে পারবেন।