আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন-এর পদত্যাগ

134
bankbima.net
File Photo

 

নিজস্ব প্রতিবেদক : আর্থিক অনিয়ম, ঘুষ-দুর্নীতিসহ নানান অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করলেন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন। আজ বুধবার (১৫ জুন) অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তার পদত্যাগপত্র দাখিল করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

 

তবে মন্ত্রণালয় থেকে নতুন কাউকে দায়িত্ব দিয়ে এখনো কোন চিঠি ইস্যু করা হয়নি। ড. এম মোশাররফ হোসেন ২০১৮ সালের ৪ এপ্রিল বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) হিসেবে নিয়োগ পান।

 

এরপর ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর তাকে পরবর্তী ৩ বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান নিযুক্ত করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সে হিসাবে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর তার মেয়াদ শেষ হওয়ার কথা।