আইএমএফের “শর্ত” মেনে বাংলাদেশে ডলারের নতুন দাম

236
রেমিট্যান্সে ৫ শতাংশ প্রণোদনা

নিউজ ডেস্ক : এক মাসের ব্যবধানে আবারো বাড়লো ডলারের দাম। রপ্তানী আয়ের ক্ষেত্রে এক টাকা বাড়িয়ে প্রতি ডলারের দাম নির্ধারণ করা হয়েছে ১০৬ টাকা। একই সাথে প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১০৮ টাকা।

 

রোববার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি এবং ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা’র যৌথ সভায় ডলারের নতুন দরের এসিদ্ধান্ত গ্রহন করা হয়। আজ থেকে এ দর কার্যকর হবে। সভায় আরো জানানো হয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের শর্ত মেনে ডলারের দাম বাড়ানো হয়েছে। ভবিষ্যতে ডলারের আরো দাম বাড়ানো হতে পারে বলেও জানান সংস্থাটি।

 

উল্লেখ্য, বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা, আইএমএফ। সাড়ে তিন বছরে মিলবে এই ঋণের অর্থ। দুই দশমিক ২ ভাগ হারে দিতে হবে সুদ। তবে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের শর্ত দিয়েছে আইএমএফ। এই ঋণ দেশের ডলার সংকটের কিছুটা সমাধান হবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আর্থিক ব্যবস্থাপনায় শৃংখলা নিশ্চিত করতে হবে। তা-না হলে মাঝপথে আটকে যাবে ঋণের অর্থছাড়।

 

এতোদিন অস্পষ্ট থাকলেও এবার সুনিদিষ্ট শর্ত দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। ঋণের অর্থ ছাড়ের ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে একগুচ্ছ এজেন্ডা। কমাতে হবে ভর্তুকি এবং সঞ্চয়পত্র বিক্রি। শুধু প্রতিশ্রুতিই নয়, রাজস্ব আদায়েও বেঁধে দেয়া হয়েছে দিনক্ষণ। বিশ্লেষকরা বলছেন, শর্ত নিদিষ্ট করে দেয়ায় সরকারকে মাসিক ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। তবে সাধারণ মানুষের যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরী।