অগ্নিকান্ডে বুরুন্ডির কারাগারে ৩৮ জনের প্রাণহানি

132
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ বুরুন্ডির একটি কারাগারে মঙ্গলবার বড় ধরনের এক অগ্নিকান্ডে ৩৮ জনের  প্রাণহানি  ঘটেছে ভাইস প্রেসিডেন্ট প্রোসপার বাজমবানজার বরাত দিয়ে এএফপি এ কথা জানায়।

 

তিনি সাংবাদিকদের বলেন, পূর্ব আফ্রিকার দেশটির রাজনৈতিক রাজধানী গিটেগার ভবনটিতে অগ্নিকান্ডে আরও অন্তত ৬৯ জন  আহত হয়েছে।