ব্যতিক্রমী বিদেশ সফরে ভারত যাচ্ছেন পুতিন

139
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারত সফরে যাচ্ছেন। দু’বছর আগে করোনা মহামারির শুরুর পর এটি হবে তার দ্বিতীয় বিদেশ সফর। ক্রেমলিন সূত্রে শুক্রবার এ কথা জানা গেছে।

 

মস্কো বলছে, রুশ নেতা আগামী ৬ ডিসেম্বর ভারত সফরে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন। মহামারিকালে এর আগে পুতিন একবারই বিদেশ সফরে বেরিয়েছিলেন। জুন মাসে জেনেভায় তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন।

 

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা রাশিয়া ও ভারতের মধ্যে ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশদারিত’¡ আরো জোরদারে কথা বলবেন। এছাড়া তাদের আলোচনার মূলকেন্দ্রে ভারতকে রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্ফুটনিক করোনার টিকা সরবরাহের বিষয়টিও থাকবে।

 

উল্লেখ্য, ভারত রাশিয়ার সামরিক হার্ডওয়ারের বৃহৎ ক্রেতা দেশ। দেশটি ২০০৮ সালে মার্কিন অবরোধের হুমকি উপেক্ষা করে মস্কোর কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের আদেশ দিয়েছিল। এছাড়া ভারত বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী দেশ। দেশটি টিকা কর্মসূচি জোরদারে রাশিয়ার স্ফুটনিক ভি করোনার টিকারও অনুমোদন দিয়েছে।