বেতন কাঠামোঃ বেশিরভাগ বেসরকারি ব্যাংক তাদের সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে

136
bankbima.net

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে এমাসেই। এরই মধ্যে বেশিরভাগ বেসরকারি ব্যাংক তাদের সম্মতি জানিয়েছে বাংলাদেশ ব্যাংকে। এতে বেতন খাতে ১২ থেকে ১৫ শতাংশ খরচ বাড়ছে বলে জানিয়েছে ব্যাংকগুলো। তাদের আশা, কর্মীরাও প্রতিষ্ঠানের আয় বাড়াতে আরো আন্তরিকভাবে কাজ করবে।

 

বেতন ভাতায় ব্যাংকের খরচ বাড়বে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কয়েকটি ব্যাংক মার্চ মাসের বেতন দিয়েছে। বেশীরভাগ ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এমাস থেকে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করবে।

 

২০১৩ সাল এবং তার পরে অনুমোদন পাওয়া ব্যাংকগুলো তাদের বেতন কাঠামো আগামী এক বছরের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকর করবে। এর মধ্যে রয়েছে এনআরবি গ্লোবাল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, মধুমতি ব্যাংক, বাংলাদেশ কমার্স এবং আইসিবি ইসলামী ব্যাংক।