বিগত ৩ মাস যাবৎ জেলেনস্কির দেখা পাননি ইউক্রেনের ফার্স্ট লেডি

131
bankbima.net
Olena_First Lady

নিউজ ডেস্কঃ জনসম্মুখে এলেন ইউক্রেনের ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা। রবিবার রাষ্ট্রীয় গণমাধ্যম- ICTV-তে দেন বিরল এক সাক্ষাৎকার। দেশটিতে রাশিয়া আগ্রাসন চালানোর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেখা গেলো ফার্স্ট লেডিকে।

 

এবছরের ফেব্রুয়ারি মাসে, তিনি নিহতদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন জনসম্মুখে। রোববারের সাক্ষাৎকারে ওলেনা জানান, ইউক্রেনের বাদবাকি পরিবারের মতোই তারাও ভঙ্গুর এবং বিচ্ছিন্ন। তিনি ও তার সন্তানেরা গেলো তিন মাস যাবৎ দেখা পাননি প্রেসিডেন্ট জেলেনস্কির। কারণ তিনি কাজ পাগল মানুষ।

bimasangbad.com