অবশেষে বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের পদত্যাগ

55
বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির

নিজস্ব প্রতিনিধিঃ বীমা ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়শনের (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন পদত্যাগ করেছেন । গত ২০ আগস্ট বিআইএ’র নির্বাহী কমিটির কাছে পাঠানো এক পত্রে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ২১ অক্টোবর থেকে তার পদত্যাগ গন্য হবে বলে পত্রে উল্লেখ করেন।

 

শেখ কবির হোসেন পদত্যাগ পত্রে উল্লেখ করেন, তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ)’র সভাপতির সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় তিনি এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রেসিডেন্টের পদ হতে পদত্যাগ করলেন। শেখ কবির হোসেন গত ২১ আগস্ট এক চিঠিতে জানান, স্বাস্থ্যগত কারণে তার পক্ষে বিআইএ’র সকল কর্মকান্ডে উপস্থিত হওয়া সম্ভবপর হচ্ছে না। এমতাবস্থায় তার স্বাস্থ্যগত অবস্থা ভালো না হওয়া পর্যন্ত অনুপস্থিতকালে এসোসিয়েশনের সংঘ বিধি অনুযায়ী প্রথম ভাইস-প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল) এবং তার অনুপস্থিতিতে ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক সভাপতির কর্তব্যগুলো পালন ও সম্পাদন করবেন।

 

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাবার পর উদ্ভূত পরিস্থিতিতে শেখ কবির হোসেন গত ১৪ আগস্ট স্বাস্থ্যগত কারন দেখিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। এরপর তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) প্রেসিডেন্টের পদ থেকে সরাসরি পদত্যাগ না করলেও স্বাস্থ্যগত কারন দেখিয়ে এসোসিয়েশনের কর্মকান্ডে অংশ নিতে অপারগতা প্রকাশ করে নির্বাহী কমিটিকে দেয়া এক পত্রে ফাস্ট ভাইস প্রেসিডেন্ট নাসিরউদ্দীন আহমেদকে এবং তার অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট কে এম মনিরুল হককে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

 

এদিকে আগামী ২৮ অক্টোবর সোমবার বিআইএ’র কার্যনির্বাহী কমিটির বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে প্রেসিডেন্টের পদত্যাগ পরবর্তী করণীয় নির্ধারণ বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।