জেনিথ লাইফের জাফর এজেন্সিতে পুরস্কার বিতরন ও উন্নয়ন সভা

132
bankbima.net

 

নিউজ ডেস্কঃ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর আবু জাফর এজেন্সিতে পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৩ মার্চ) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

 

প্রধান অতিথি তার বক্তব্যে কর্মীদেরকে স্ব-স্ব লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করতে কর্ম পরিকল্পনা প্রদান করেন। বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি লক্ষ্যমাত্রা অর্জনকারী বীমা কর্মী ও কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জিএম (উন্নয়ন) মো. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের উন্নয়ন ও প্রশাসন বিভাগের প্রধান ভিপি মো. নিজাম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বাছাইকৃত প্রায় শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফিস ইনচার্জ মো. আবু জাফর।

 

bimasangbad.com