একহাজার টাকা প্রিমিয়ামে লাখ টাকা মৃত্যুদাবী পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

236

নিউজ ডেস্ক : জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমা গ্রাহক আবদুর রহিম প্রামাণিক মাসিক এক হাজার টাকার একটি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন। ঢাকার আশুলিয়া অঞ্চলের ওই গ্রাহকের মৃত্যুদাবী বাবদ তার ছেলে ও পলিসির নমিনি নাজমুল হোসাইনকে ৯৮ হাজার ১৮৯ টাকার চেক হস্তান্তর করেছে বেসরকারী এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী।

 

রোববার (২৬ ফেব্রুয়ারি) আশুলিয়ার পলাশবাড়ীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি এস এম নুরুজ্জামান। কোম্পানির জিএম মুকুল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিজিএম মশিউর রহমান।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি ও কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান উন্নয়ন কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, বীমা শিল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে বেকারত্ব বিমোচন ও নিজের আত্মমর্যাদা বিকাশের সুযোগ রয়েছে।

 

এ ছাড়াও অনুষ্ঠানে বাছাইকৃত শতাধিক উন্নয়ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র জিএম মো. জিয়াউর রহমান, মোটর শ্রমিকলীগ ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. শওকত আলী, জিএম মুকুল সরকার, ভিপি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মো. নিজাম উদ্দিন, ডিজিএম মো. মিজানুর রহমান ভূইয়া, ডিজিএম আল-আমিন মিয়াজী এবং পলাশবাড়ি অফিস ইনচার্জ বিএম আলী হোসেন।

Related Post:
২০২২ সালে ৫.২৬ কোটি টাকা বীমা দাবী পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ
মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্সে এএমডি পদে যোগদান করলেন মোহাম্মদ এমরান