ইউক্রেনে রাশিয়ার হামলা; দেশ ছেড়ে পালাচ্ছে মানুষ

137
bankbima.xyz

 

নিউজ ডেস্কঃ ইউক্রেন ভূখণ্ডে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। স্থানীয় সময় ভোর ৬টা নাগাদ- খারকিভ ও দোনবাস এলাকায় চালানো হয় মিসাইল হামলা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পরই, সামরিক ঘাঁটিতে অভিযানের তথ্য নিশ্চিত করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্শাল ল’ জারির ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তীব্র নিন্দা জানিয়ে পুতিন প্রশাসনকে জবাবদিহিতার মুখোমুখি করার হুমকি দিয়েছে পশ্চিমারা।

 

স্থানীয় সময় ভোর ৫ টা ৫৫ মিনিটে সীমান্তবর্তী ঘাটি এলাকায় মিসাইল হামলা চালায় রাশিয়ান সেনারা। এর মধ্য দিয়ে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করলো শক্তিধর রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে আত্মরক্ষার্থে পাল্টা হামলা হিসাবে আখ্যা দিয়েছেন। আজকের হামলায় অন্তত আটজন নিহত হওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র দপ্তর।

 

ইউক্রেনের অনেকেই পরিবার স্বজন নিয়ে পাড়ি জমাচ্ছেন পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে। ভোর থেকেই এটিএম বুথগুলোতে অর্থ উত্তোলনে দেখা যায় লম্বা লাইন। অনেকে মাটির নীচে বাংকারে আশ্রয় নিচ্ছেন।

 

অর্থনীতিবিদদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। বিশ্বের খাদ্য ঝুড়ি হিসাবে খ্যাত ইউক্রেন এর অর্থনীতি ক্ষতিগ্রস্থ হলে বিশ্বের অনেক দেশেই দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে তাদের আশংকা।